প্রতিদিন ইউটিউবে ৩.৭ মিলিয়ন ভিডিও আপলোড হয়। এই ৩.৭ মিলিয়ন ক্রিয়েটরদের মধ্যে ১০ বছর বয়সের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধ পর্যন্ত রয়েছেন। 

এই বিশাল অডিয়েন্সের মধ্যে দিয়ে প্রফিটেবল একটা অংশকে টার্গেট করে কোয়ালিটি ঠিক রেখে Youtube সার্ভিস দিতে পারলে ভালো মানের ক্লায়েন্ট পাওয়া সম্ভব। এছাড়া কেউ কন্টেন্ট ক্রিয়েশন করতে চাইলে যদি ইউটিউব SEO জানা থাকে তাহলে সে অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে অনেকাংশে এগিয়ে থাকতে পারবে। 
 
আর তাই আপনি ফ্রিল্যান্সিং করতে চান অথবা কনটেন্ট ক্রিয়েশন, ২০২৪এ এসে Youtube SEO খুবই কমন একটা বিষয় যা সকলের জানা প্রয়োজন। অনলাইনে কাজ করা হোক অথবা নিজের একটা পার্সোনাল ব্রান্ড, যেটাই আপনার লক্ষ্য হোক আপনার অবশ্যই YouTube SEO Overview And Career Possibilities এর উপর ফ্রি ওয়েবিনার এ যুক্ত হওয়া উচিত। 
 
এই ওয়েবিনারে অংশগ্রহন করলে আপনি জানতে পারবেন  :
  • SEO কি
  • SEO কেনো গুরুত্বপূর্ণ
  • YOUTUBE SEO এর কাজ কি
  • YouTube SEO আপনি কেনো শিখবেন
  • YouTube SEO শিখে কিভাবে মার্কেটপ্লেসে এবং মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়া যায়।
 
 
Scroll to Top
Scroll to Top